অস্ট্রেলিয়ার কাছে ‘প্রযুক্তির অপব্যবহার’ রোধে সহযোগিতা চেয়েছে ইসি


অস্ট্রেলিয়ার কাছে ‘প্রযুক্তির অপব্যবহার’ রোধে সহযোগিতা চেয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে অস্ট্রেলিয়া। তবে প্রযুক্তির অপব্যবহার ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় দেশটির সহায়তা চেয়েছে ইসি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন, বহুসাংস্কৃতিক বিষয় ও ক্ষুদ্র ব্যবসা মন্ত্রী অ্যানি অ্যালির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “অস্ট্রেলিয়ান মন্ত্রী সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও প্রস্তুতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি, নির্বাচনকালীন সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হস্তক্ষেপ, ভুল তথ্য প্রচার ও প্রযুক্তির অপব্যবহার নিয়ে দুই পক্ষই উদ্বেগ প্রকাশ করে।”

তিনি আরও বলেন, “আমরা তাদের সহযোগিতা চেয়েছি যাতে নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার ও মিসইনফরমেশন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। অস্ট্রেলিয়ান পক্ষও স্বীকার করেছে—এটি দুই দেশের জন্যই একটি সাধারণ সমস্যা।”

বৈঠকে অস্ট্রেলিয়ান মন্ত্রী জানান, দেশটি বর্তমানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহযোগিতায় ‘ব্যালট প্রজেক্টে’ কাজ করছে। তিনি বলেন, “অতিরিক্ত সহায়তার সুযোগ থাকলে অস্ট্রেলিয়া তা বিবেচনা করবে,” তবে এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং অস্ট্রেলীয় প্রতিনিধি দলের সদস্য—বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সুসান রাইলি, উপমিশনপ্রধান ক্লিনটন প্লোবকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব সারা স্টোরে এবং ঢাকাস্থ হাইকমিশনের দ্বিতীয় সচিব এন্থনি লিউ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×