রাঙামাটিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন, পিআরসহ ৫ দফা দাবি


রাঙামাটিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন, পিআরসহ ৫ দফা দাবি

চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি তুলে ধরে রাঙামাটিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ এনামুল হক মৃধা, সহ-সভাপতি এ কে এম ইসরাইল, জেলা সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম, জেলা সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম এবং পৌর নেতা আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের সহযোগীদের বিচারের পাশাপাশি বিচারকালীন সময়ে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তারা আরও বলেন, “আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরে আসবে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×