ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন করে হাসপাতালে ৭৫৮ জন


ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন করে হাসপাতালে ৭৫৮ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই জ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। বাকি রোগীরা দেশের বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন—ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ৮৫ জন, বরিশালে ১৩৩ জন, ময়মনসিংহে ৫০ জন, খুলনায় ৬২ জন, রংপুরে ১৯ জন, রাজশাহীতে ৪৭ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ২ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ১৫ জন রোগী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×