ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর


ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গাজায় দখলদার ইসরায়েলকে সহায়তার অভিযোগে আটজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় সোমবার, এক ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয় বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম সাফাক-এর খবরে জানানো হয়েছে।

ইসরায়েলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত হামাস কমপক্ষে ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব অস্থায়ীভাবে হামাসকে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরই আটজনকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত হামাস যোদ্ধারা হাত বাঁধা ও চোখ বাঁধা অবস্থায় আটজনকে নিয়ে আসে। হামাস দাবি করেছে, এই ব্যক্তিরা গত দুই বছরে ইসরায়েলকে সহযোগিতা করেছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এদিকে গাজার অভ্যন্তরে দোঘমুস গোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে হামাসের সদস্যরা। এই গোষ্ঠীকে গাজার অন্যতম শক্তিশালী সশস্ত্র দল হিসেবে বিবেচনা করা হয়।

ইয়েনেত-এর তথ্যমতে, দোঘমুস গোষ্ঠীর অন্তত ৫২ সদস্যকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। তবে পাল্টা হামলায় হামাসের ১২ যোদ্ধা নিহত হয়েছে, যার মধ্যে সংগঠনের সিনিয়র নেতা বাসিম নাঈমের ছেলে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামাস যোদ্ধারা অ্যাম্বুলেন্স ব্যবহার করে দোঘমুস গোষ্ঠীর এলাকায় প্রবেশের পর সেখানে গোলাগুলি শুরু হয়।

দোঘমুস গোষ্ঠীর কাছে ভারী অস্ত্র রয়েছে, এবং তারা এর আগেও হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ইসরায়েলও স্বীকার করেছে যে, হামাসবিরোধী কিছু গোষ্ঠীকে তারা সীমিত পরিমাণে অস্ত্র সরবরাহ করেছে।

বিবিসি-র গাজা প্রতিনিধি রুশদী আবুলউফ জানিয়েছেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজার মানুষ কিছুটা স্বস্তি পেলেও এখন অভ্যন্তরীণ সংঘাত নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা “নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা” এবং “বিচারহীনতা দূর” করতে এসব পদক্ষেপ নিচ্ছে। তবে অনেক পর্যবেক্ষক মনে করছেন, হামাস আসলে তাদের রাজনৈতিক ও সশস্ত্র প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পুরনো হিসাব চুকাচ্ছে।

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×