ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ঔপন্যাসিক


ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ঔপন্যাসিক

দীর্ঘ ২০ বছরের কারাভোগের অবসান ঘটিয়ে অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসিম খন্দাকজি। তবে মুক্তি পেলেও নিজ মাতৃভূমিতে ফেরা হয়নি তার, বরং নির্বাসিত হয়ে তাকে পাঠানো হয়েছে মিশরে।

৪১ বছর বয়সী খন্দাকজি সোমবার ১৩ অক্টোবর ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্তে মুক্তি পান এবং এরপরই তিনি মিশরে পৌঁছান। সেখানে তার সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্যালেস্টিনিয়ান ঐতিহ্যবাহী স্কার্ফ পরে থাকা খন্দাকজিকে স্বাগত জানানো হচ্ছে।

খন্দাকজিকে ২০০৪ সালে ২১ বছর বয়সে গ্রেফতার করা হয়েছিল তেলআবিবে একটি প্রাণঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগ এনে আদালত তাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

কারাবন্দী অবস্থায়ও থেমে থাকেননি তিনি। সেলখানেই লেখা তার একাধিক উপন্যাসের মধ্যে অন্যতম ‘A Mask, the Colour of the Sky’, যা ২০২৪ সালে তাকে এনে দেয় আন্তর্জাতিক আরবী উপন্যাস পুরস্কার (International Prize for Arabic Fiction - IPAF)। এই অর্জন তাকে মধ্যপ্রাচ্যের সাহিত্য অঙ্গনে একটি অনন্য অবস্থানে নিয়ে যায়।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্যমতে, খন্দাকজি ছাড়াও ওইদিন মুক্তিপ্রাপ্ত অন্তত ১৫৪ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি কর্তৃপক্ষ নির্বাসনে পাঠিয়েছে।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×