মাদাগাস্কারে গণবিক্ষোভের পর সেনারা দখল করল ক্ষমতা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:১৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

গণবিক্ষোভের চাপের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। এ খবর নিশ্চিত করেছেন মাদাগাস্কারের একজন সেনাবাহিনী কর্নেল। এ তথ্য জানিয়েছে এএফপি।
এর আগে, দেশটির সংসদের সদস্যরা প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০ জন সদস্য রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন।
এই অভিশংসন ভোটের পর রাজোয়েলিনা নিন্দা জানান। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও ভোটটি অনুষ্ঠিত হয়েছে। তাই এটি ‘অসাংবিধানিক’।”
রাজোয়েলিনার এই অভিযোগের কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে।