মাদাগাস্কারে গণবিক্ষোভের পর সেনারা দখল করল ক্ষমতা


মাদাগাস্কারে গণবিক্ষোভের পর সেনারা দখল করল ক্ষমতা

গণবিক্ষোভের চাপের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। এ খবর নিশ্চিত করেছেন মাদাগাস্কারের একজন সেনাবাহিনী কর্নেল। এ তথ্য জানিয়েছে এএফপি।

এর আগে, দেশটির সংসদের সদস্যরা প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০ জন সদস্য রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন।

এই অভিশংসন ভোটের পর রাজোয়েলিনা নিন্দা জানান। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও ভোটটি অনুষ্ঠিত হয়েছে। তাই এটি ‘অসাংবিধানিক’।”

রাজোয়েলিনার এই অভিযোগের কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×