সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

আফগান সীমান্তে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের কারণে পাকিস্তান সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে বেশ কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার (১৩ অক্টোবর) এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাকিস্তান ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, যার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য কার্যক্রমও স্থগিত রয়েছে।

রয়টার্সকে এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানান, আফগান তালেবানের অপ্রত্যাশিত হামলার পর থেকে শনিবার থেকে সীমান্তের সকল প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।

অন্য এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাতে কিছু ছোট অস্ত্রের গোলাগুলির ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

পাকিস্তানি সামরিক মুখপাত্রের অফিস থেকে এই সর্বোচ্চ সতর্কতার বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনও জবাব মেলেনি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, “সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,” কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি।

পাকিস্তানের আরেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যানবাহন ও পথচারীদের জন্য সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সমস্ত সরকারি অফিসে বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

পাক-আফগান জয়েন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জিয়া উল হক সারহাদি বলেন, “সীমান্তের দুই পাশে কন্টেইনার ও ট্রাকসহ মালামালবাহী যানবাহন আটকে পড়েছে। এতে দুই দেশের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।”

এদিকে, এই সংঘর্ষের খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই উত্তেজনা কমাতে তিনি সহায়তা দিতে পারবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×