নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই: ইসরায়েলি স্পিকার


নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই: ইসরায়েলি স্পিকার

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যোগ্য কাউকে দেখা যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার আমীর ওহানা।

সম্প্রতি এক বক্তব্যে ওহানা জানান, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেবে ইসরায়েল। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্ব ও মধ্যস্থতামূলক ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে ইরানের সঙ্গে চলতি বছরের ১২ দিনের সংঘাতে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পথে এগিয়ে যেতে তাঁর অবদানের জন্য।

"হাজার বছর পরও, মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প: ইহুদি জাতি আপনাকে মনে রাখবে। আমরা এমন একটি জাতি যারা স্মরণ রাখে এবং এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, যিনি আপনার চেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠার কাজে অবদান রেখেছেন," বলেন ওহানা।

তিনি একাধিকবার ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রতি তাঁর অবিচল সমর্থনের জন্য।

সূত্র: সিএনএন নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×