জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশজুড়ে ছড়িয়ে পড়া জেন-জি বিক্ষোভের কারণে সোমবার (১৩ অক্টোবর) দেশ ত্যাগ করেছেন। রোববার সেনাবাহিনীর কিছু অংশ বিক্ষোভকারীদের সঙ্গে সংযুক্ত হওয়ার পর তিনি দেশের বাইরে চলে যান, এ তথ্য জানিয়েছেন পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো।
সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো বলেন, “আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম। তারা নিশ্চিত করেছে, তিনি দেশ ছেড়ে গেছেন।” এর আগেই প্রেসিডেন্টের অফিস জানিয়েছিল যে, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তবে তার অবস্থান তখন স্পষ্ট ছিল না।
একটি সামরিক সূত্র জানিয়েছে, রোববার রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার ছেড়েছেন। ফরাসি রেডিও আরএফআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তি করেছেন। সূত্র অনুযায়ী, মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সামরিক বিমান অবতরণ করে এবং তার কয়েক মিনিট পর একটি হেলিকপ্টার এসে রাজোয়েলিনাকে সেটিতে তুলে নিয়ে যায়।
মাদাগাস্কারে গত ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা ব্যাপক অসন্তোষের তকমা পায়, যেখানে দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং মৌলিক পরিষেবার অভাবের বিরুদ্ধে রোষ প্রকাশ করা হয়। এই বিক্ষোভ ক্রমশ রক্তক্ষয়ী আকার ধারণ করে।