জিম্মিদের মুক্তি উপলক্ষে স্ত্রী-কন্যাসহ ইসরায়েলে গেলেন ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:২৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি ঘিরে ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী মার্কিন বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’।
ইসরায়েলের এই সফরে প্রথম মহিলা মেলানিয়া ট্রাম্প ও প্রেসিডেন্টের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও তার সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।
ট্রাম্পের এ সফরকে গাজায় চলমান উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।