জিম্মি মুক্তির খবরে তেলআবিবে উচ্ছ্বাস-অশ্রু


জিম্মি মুক্তির খবরে তেলআবিবে উচ্ছ্বাস-অশ্রু

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে প্রথম দফায় ৭ জন মুক্তি পেয়েছেন।

তাদের গাজায় রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে, খবর দিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস ইতোমধ্যেই এই জিম্মিদের হস্তান্তর করেছে।

মুক্তি প্রক্রিয়ার খবরের পর তেলআবিবে জড়ো হওয়া মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও অশ্রুসজল মুহূর্ত দেখা গেছে। একে অন্যকে জড়িয়ে ধরে অনেকেই আনন্দের সঙ্গে কাঁদতে থাকেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের হাত থেকে মুক্তি পাওয়া সাত জিম্মি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করেছেন। তারা এখন প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রের দিকে যাচ্ছেন।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ওই কেন্দ্রেই তারা পরিবারের সঙ্গে মিলিত হবেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে 'দ্যা হোস্টেজ ও মিসিং ফ্যামিলিজ ফোরাম' ‘ওয়েলকাম হোম’ পোস্ট করে মুক্তি পাওয়া জিম্মিদের স্বাগত জানিয়েছে।

সংগঠনটি বলেছে, “আমাদের সংগ্রাম শেষ হয়নি। শেষ জিম্মির অবস্থান শনাক্ত ও যথাযথ দাফনের জন্য ফেরত না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সংগঠনটি আগে থেকে জিম্মি মুক্তির দাবিতে ব্যাপক প্রচার চালিয়ে আসছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×