গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, ট্রাম্পকে জেলেনস্কি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১১ এম, ১৩ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি কার্যকর হলেও ইউক্রেন যুদ্ধ থামছে না—এই বাস্তবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি প্রশ্ন তুলেছেন, “গাজায় যদি শান্তি ফিরে আসে, তবে ইউক্রেনে নয় কেন?”
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন জেলেনস্কি। আলোচনার সময় গাজায় শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে রাশিয়া–ইউক্রেন যুদ্ধও বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
পরে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, “ট্রাম্পের সঙ্গে আমার ফোনালাপ যথেষ্ট ইতিবাচক ও ফলপ্রসূ ছিল। গাজা শান্তিচুক্তির জন্য তাকে অভিনন্দন জানাই। ইসরাইল-হামাস যুদ্ধ যদি শেষ হতে পারে, তবে যেকোনো যুদ্ধই থামানো সম্ভব—রাশিয়া-ইউক্রেন যুদ্ধও।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের চেষ্টা করেছেন। তিনি দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও করেছেন, তবে এখনও পর্যন্ত স্থায়ী সমাধান আসেনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সময়ে জেলেনস্কি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন—যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা করতে।