ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে: বাবর


ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতেই রাজনীতি করা উচিত। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি সম্পর্কে নিজে জানতে হবে এবং অন্যদেরও তা জানাতে হবে। শিগগিরই বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা দিয়ে তিনি জানান, “বইটি প্রকাশের পর আপনাদের কাছেও পাঠাব।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবদলের পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে।

বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বাবর বলেন, “অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরেও নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আমিও দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আল্লাহ সহায় আছেন বলেই এখনো বেঁচে আছি।”

তিনি আরও বলেন, “দখলবাজি ও চাঁদাবাজি যেন কেউ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন তালুকদার এবং পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান রনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×