সবাই যুদ্ধ করে ক্লান্ত, এই যুদ্ধবিরতি টিকবে: ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৩৫ পিএম, ১১ অক্টোবর ২০২৫

গাজায় শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দীর্ঘদিনের সংঘাতে অংশ নিয়ে ইসরায়েল ও হামাস দু’পক্ষই এখন অবসন্ন।
শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "এটা টিকবে। আমার মনে হয় এটা টিকবে। সবাই যুদ্ধ করে ক্লান্ত।"
এ সময় তিনি আরও জানান, চলতি সপ্তাহের শেষ দিকে তিনি মধ্যপ্রাচ্যে সফর করবেন। সফরের অংশ হিসেবে সোমবার তিনি মিশরের রাজধানী কায়রোতে পৌঁছাবেন এবং সেখানকার একাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় গাজা পরিস্থিতি এবং যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ উঠে আসবে বলে জানান তিনি।
কায়রোর বৈঠকের আগে তিনি ইসরায়েল সফর করবেন এবং দেশটির জাতীয় সংসদে ভাষণ দেবেন বলেও ঘোষণা দেন ট্রাম্প। তার মতে, গাজায় বর্তমানে যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে, সেটিই হতে পারে মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ শান্তি প্রক্রিয়ার সূচনা।
“এখনও কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে। কিন্তু সেগুলো খুবই ছোট, সহজেই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই আগুন খুব দ্রুত নিভে যাবে,” বলেন তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও হামাস উভয় পক্ষই লড়াইয়ে ক্লান্ত এবং এখন তারা শান্তির পথে হাঁটার জন্য প্রস্তুত।