ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান কমে গেছে: পুতিন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২৫

বিশ্ব রাজনীতির আলোচিত মুখ ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় এ পুরস্কারের গুরুত্ব হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দূশানবেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “কিছু ক্ষেত্রে কমিটি এমন ব্যক্তিদের নোবেল শান্তি পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য কিছুই করেনি।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুতিনের মতে, এমন প্রেক্ষাপটে ট্রাম্পকে উপেক্ষা করে অন্য কাউকে পুরস্কার দেওয়া নোবেল কমিটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, “তবুও ট্রাম্প দীর্ঘকাল ধরে চলা জটিল সংকট সমাধানে অনেক কাজ করছেন।” তিনি উল্লেখ করেন, গাজা সংকট নিরসনে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে “একটি ঐতিহাসিক ঘটনা।”
ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও ট্রাম্পের ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন পুতিন। তিনি বলেন, তিন বছর ছয় মাস ধরে চলা এই যুদ্ধে ট্রাম্প আন্তরিকভাবে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
এই মন্তব্যের পেছনে রয়েছে নোবেল শান্তি পুরস্কার নিয়ে সাম্প্রতিক এক সিদ্ধান্ত। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করে, ২০২৫ সালের শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করোনা মাচাদো। তার প্রতি সম্মান জানিয়ে কমিটি বলেছে, “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস প্রচেষ্টার জন্য” তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
যদিও ট্রাম্প নিজেকে পুরস্কারের উপযুক্ত মনে করতেন এবং প্রার্থিতাও জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কমিটি মাচাদোকেই সম্মান জানায়।
পুতিনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, “প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ!” সেই সঙ্গে পুতিনের বক্তব্যের ভিডিও-ও শেয়ার করেন।