সেইফ এক্সিট নয় আমরা থাকব এদেশেই: ধর্ম উপদেষ্টা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তারা কোনো ‘সেইফ এক্সিট’ চান না, বরং নির্বাচন শেষে স্বাভাবিক প্রক্রিয়ায় দেশের মধ্যেই থাকতে চান।
শনিবার (তারিখ উল্লেখ নেই) পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, “আমরা সেইফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী এদেশেই থাকতে চাই।”
তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। “নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করছে,” বলেন তিনি।
রাঙামাটির এই সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ এবং জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মসজিদ, মন্দির, বিহারসহ নানা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।