পাকিস্তানকে কড়া পরিণতির হুঁশিয়ারি দিল আফগানিস্তান


পাকিস্তানকে কড়া পরিণতির হুঁশিয়ারি দিল আফগানিস্তান

আকাশপথে চালানো সাম্প্রতিক হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আফগানিস্তান, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে টানাপোড়েনে ফেলেছে। কাবুল এবং পাকতিকা প্রদেশে গত বৃহস্পতিবার পাকিস্তানি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান সরকার, আর এরই জেরে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয় জানায়, হামলার পরিণতি পাকিস্তানকে বহন করতে হতে পারে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওরাজমি বলেন, “এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন, সহিংস এবং ঘৃণ্য কাজ। আমরা আফগানিস্তানের ভূখণ্ডের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অধিকার।”

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও, যিনি বর্তমানে ভারতের সফরে রয়েছেন। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, আফগানদের ধৈর্যের সীমা পরীক্ষা না নেওয়াই ভালো হবে।

মুত্তাকি বলেন, “নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আফগানিস্তানকে পাকিস্তানের দায়ী করা উচিৎ নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা পাকিস্তানের কর্মকাণ্ডকে একটি বড় ভুল বলে মনে করি। বল প্রয়োগের মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা যায় না। ইতিহাস দেখিয়েছে যে আফগানিস্তানে চাপ এবং সহিংসতা কখনও সফল হয় না।”

স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, যদি নিতে চান তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞেস করেন যে আফগানিস্তানের সঙ্গে তাদের খেলা কিভাবে শেষ হয়েছে।”

এই ঘটনার পর দুই দেশের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×