ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে: সেনাসদর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩১ পিএম, ১১ অক্টোবর ২০২৫

গুম ও মানবতাবিরোধী অপরাধে’ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী সদর দফতর।
শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট ১৬ জনকে সেনা সদর দফতরে আত্মসমর্পণের জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন এসেছেন এবং হেফাজতে আছেন।”
তিনি জানান, তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৯ জন অবসরে, একজন এলপিআর-এ, এবং ১৫ জন এখনো চাকরিতে রয়েছেন।
মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, “৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও চাকরিতে থাকা ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে হাজির হতে বলা হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই নির্দেশ মেনে সেনাসদরে উপস্থিত হয়েছেন। তারা বর্তমানে হেফাজতে রয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন।”
অনুপস্থিত থাকা মেজর জেনারেল কবীর আহাম্মদকে নিয়ে তিনি বলেন, “তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ আছেন।”