চীনা পণ্যে বাড়তি ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৯ এম, ১১ অক্টোবর ২০২৫

চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর আগামী মাস থেকে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সফটওয়ার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে।
এর আগে ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে লেখেন, চীন বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে খুবই “শত্রুতাপূর্ণ” আচরণ করছে এবং এর মাধ্যমে বিশ্বকে “জিম্মি” করার চেষ্টা করছে।
এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়ে পরবর্তীতে জানান, বৈঠকটি এখনো বাতিল হয়নি, তবে “তাদের মধ্যে আদৌ আলোচনা হবে কি না” তা তিনি নিশ্চিত নন।
চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকির পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে।
গাড়ি, স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে ব্যবহৃত বিরল খনিজের উৎপাদনে চীনের প্রাধান্য রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন, তখন চীন এই খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। এতে এসব উপাদানে নির্ভরশীল মার্কিন কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করে। এমনকি ফোর্ড তাদের উৎপাদন কয়েকদিন বন্ধ রাখতে বাধ্য হয়।
চীন শুধু রপ্তানি নিয়ন্ত্রণই নয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে। এর ফলে চিপ নির্মাতা একটি কোম্পানিকে অধিগ্রহণের প্রক্রিয়া থেমে যেতে পারে।
যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্রভিত্তিক, তবে তাদের বড় অংশের ব্যবসা চীনেই পরিচালিত হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট জাহাজ থেকে নতুন বন্দর ফি নেওয়ার ঘোষণাও দিয়েছে চীন। এই ফির আওতায় মার্কিন কোম্পানির পরিচালিত জাহাজও পড়ছে।
গত মে মাস থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, যা সময়ের সঙ্গে আরও খারাপের দিকে যাচ্ছে।
সূত্র: বিবিসি