শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন


শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন

বাংলা সাহিত্যের বরেণ্য কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ।

শনিবার, ১১ অক্টোবর সকালে তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হলে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী এবং ভক্তরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে শ্রদ্ধা জানান।

সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যু হয় শুক্রবার, ১০ অক্টোবর বিকেল ৫টায়, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রখ্যাত এই শিক্ষাবিদের জন্ম সিলেট শহরে, সৈয়দ আমিরুল ইসলাম ও রাবেয়া খাতুনের ঘরে। শিক্ষা জীবনের শুরু সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে, যেখান থেকে ১৯৬৬ সালে প্রবেশিকা পাশ করেন। ১৯৬৮ সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে স্নাতক এবং ১৯৭২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য তিনি কানাডা যান। ১৯৮১ সালে তিনি কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এরপর ২০১৬ সালে পান কাজী মাহবুবুল্লাহ পুরস্কার এবং ২০১৮ সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তার অবিচল ভালোবাসা এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বহু প্রজন্ম ধরে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×