অস্ট্রেলিয়ায় উড্ডয়নের কিছুক্ষণ পর বিমান বিধ্বস্ত, নিহত ৩


অস্ট্রেলিয়ায় উড্ডয়নের কিছুক্ষণ পর বিমান বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়নের পরপরই বিমানটি ভূমিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বিমানে থাকা তিনজনের সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত এক আকাশচিত্রে রানওয়ের ওপর পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি অপরাধ তদন্ত এলাকা (ক্রাইম সিন) গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে অবহিত করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×