গাজার ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক মরদেহ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:২৮ পিএম, ১১ অক্টোবর ২০২৫

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির সুফল মিলছে কেবল ধ্বংসস্তূপ সরানোর সুযোগে; যেখান থেকে একে একে বেরিয়ে আসছে মানুষের নিথর দেহ। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উদ্ধারকারীরা ভয়াবহ ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়া মরদেহগুলো তুলে আনতে সক্ষম হচ্ছেন।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ১০ অক্টোবর গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে মোট ১৫৫টি মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বোমার আঘাতে ধ্বসে যাওয়া ভবনগুলোর নিচ থেকে।
ইসরায়েলি সেনাবাহিনী জনবহুল এলাকাগুলো থেকে সরে যাওয়ার পরই উদ্ধার তৎপরতা শুরু করা যায়। গাজা সিটির আল-শিফা হাসপাতালে পাঠানো হয়েছে ৪৩টি মরদেহ। একই শহরের আল-আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে ৬০টি মরদেহ। নুসেইরাতের আল-আওদা হাসপাতালে পাঠানো হয়েছে ৪টি, দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে ১৬টি এবং খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছেছে ৩২টি মরদেহ।
স্থানীয় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, শুক্রবারও দখলদার বাহিনীর হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহত অবস্থায় আরও একজন মারা গেছেন।
গাজা সিটির দক্ষিণাঞ্চলে ভোরবেলা ঘাবুন পরিবারের বাড়িতে চালানো এক হামলায় একই পরিবারের ১৬ জন নিহত হন। রাদওয়ান এলাকায় প্রাণ হারান একজন। খান ইউনিসে মারা গেছেন আরও দুইজন।
যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুক্রবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ৭২ ঘণ্টার বিরতিতে হামাস ২০ জন জীবিত বন্দি এবং কয়েকটি মৃতদেহ ইসরায়েলকে ফিরিয়ে দেবে।
সূত্র: আলজাজিরা