রাজধানীতে বেড়েই চলেছে বেওয়ারিশ লাশের সংখ্যা


রাজধানীতে বেড়েই চলেছে বেওয়ারিশ লাশের সংখ্যা

ঢাকায় অজ্ঞাতপরিচয় বা বেওয়ারিশ লাশের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর তিনটি সরকারি মর্গে ৪৯২টি বেওয়ারিশ লাশ পাঠানো হয়েছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৩৭৮। অর্থাৎ এক বছরে বেওয়ারিশ লাশ বেড়েছে ১১৪টি।

এই তথ্য মিলেছে ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গ এবং দাফনকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছ থেকে। সংস্থাটির দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বলেন, "আমরা মর্গ, হাসপাতাল এবং থানা পুলিশের কাছ থেকে এ ধরনের লাশ গ্রহণ করে সিটি করপোরেশনের কবরস্থানে নিয়ে দাফন করি। নবজাতক থেকে শুরু করে সব বয়সের লাশ আমাদের কাছে আসে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ড. উমর ফারুক বলেন, “বেওয়ারিশ লাশ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আইনশৃঙ্খলার অবনতি। লাশ বেওয়ারিশ থাকলে পুলিশ কম পরিমাণ চাপ অনুভব করে। অপরাধীরা একে তুলনামূলক সুবিধাজনক অবস্থান মনে করে।”

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “যেসব অজ্ঞাত লাশ শনাক্ত করা যায়, সেগুলো আইন অনুযায়ী স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়।”

চলতি বছর মর্গে মোট ২৮২১টি লাশের ময়নাতদন্ত হয়েছে, যার মধ্যে ৪৯২টি বেওয়ারিশ। গত বছর এই সংখ্যা ছিল ২৬৬০। যদিও অনেক আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনেরা ময়নাতদন্ত না করেই লাশ বুঝে নিয়ে যান, তাই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে দুজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা ফুটপাতে থাকতেন এবং অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সপ্তাহে গেণ্ডারিয়ায় এক তরুণীর গলাকাটা মরদেহ এবং ধানমন্ডি লেকে ভেসে থাকা এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।

সমাজবিজ্ঞানীরা বলছেন, রাজধানীমুখী মানুষের চাপ, দারিদ্র্য এবং অব্যবস্থাপনা এই ধরনের মৃত্যু বাড়িয়ে তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুল হক বলেন, “রাষ্ট্র যদি জনগণের জন্য যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে লাশের সংখ্যা বাড়বে, অপমৃত্যু বাড়বে।”

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানও উদ্বেগজনক। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৯১৩ জন নিহত হয়েছেন, যা গত বছরের চেয়ে বেশি।

অজ্ঞাত লাশের এই বাড়তি প্রবাহ নগরীর সামাজিক, নিরাপত্তা ও প্রশাসনিক দুর্বলতাগুলোর দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি ফেরায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×