নোবেল না পাওয়ার দিনেই শত্রু দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের


নোবেল না পাওয়ার দিনেই শত্রু দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতে কড়াকড়ি আনার কথাও জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "চীন যেহেতু অভূতপূর্ব অবস্থান নিয়েছে, তাই যুক্তরাষ্ট্র এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে (অথবা এর আগেই, যদি চীন নতুন কোনো পদক্ষেপ নেয়) চীনের সব পণ্যের ওপর বর্তমানে প্রযোজ্য শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।"

তিনি আরও লেখেন, "একই দিনে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হবে। বিশ্বাস করা কঠিন যে চীন এমন পদক্ষেপ নিতে পারে; কিন্তু তারা নিয়েছে, আর ইতিহাস সেটিই মনে রাখবে।"

এর আগে চীনের বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকের আর ‘কোনো প্রয়োজন নেই’।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নতুন নিয়ম অনুযায়ী বিরল খনিজসম্পর্কিত প্রযুক্তি; যেমন খনি উত্তোলন, গলন ও পৃথকীকরণ, চুম্বকীয় উপাদান উৎপাদন এবং পুনর্ব্যবহার, রপ্তানির আগে সরকারের অনুমতি লাগবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এসব প্রযুক্তি ও তথ্য বিদেশি কোম্পানির সঙ্গে বিনা অনুমতিতে ভাগাভাগি করা কিংবা যৌথভাবে ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো এ ধরনের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীন, যার প্রভাব পড়ে বৈশ্বিক বাজারে। পরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে কিছুটা সরবরাহ পুনরায় শুরু হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×