ভারতীয় ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ


ভারতীয় ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

ইরানি জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের ৯টি কোম্পানি ও ৮ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই পদক্ষেপের ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো মূলত পেট্রোলিয়াম, তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি ও বাণিজ্যে সক্রিয় ছিল।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানিয়েছে, ইরান থেকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে অপরিশোধিত তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তালিকায় শুধু ভারত নয়, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের কোম্পানি ও ব্যক্তিরাও রয়েছেন।

নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল খাতে জড়িত। এগুলোর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “এই কোম্পানিগুলো গত কয়েক বছরে ইরানে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করে কয়েক মিলিয়ন ডলারের লেনদেন করেছে, যা আমাদের নিষেধাজ্ঞার পরিপন্থী।”

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই পদক্ষেপ ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে তেল ব্যবসা নিয়ন্ত্রণে আনা মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×