প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক: রুমিন ফারহানা
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫

উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গ টেনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কী আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি।”
শুক্রবার, ১০ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকারের প্রতি বিএনপির বার্তা স্পষ্ট- এমন কোনো সিদ্ধান্ত, প্রতিশ্রুতি কিংবা অপকর্ম থেকে বিরত থাকতে হবে যার কারণে শেষমেশ নিরাপদে পালিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। বরং সরকার পরিচালনায় স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে রুমিন বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই ধরে নিয়েই বিএনপি প্রস্তুতি নিচ্ছে। তার কথায়, “এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না। সেই দলের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব না। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে হুঁশিয়ারি দেই; ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রুমিন হুঁশিয়ার করেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ বর্তমানে মাঠে সক্রিয় না থাকলেও নির্বাচনী লড়াই সহজ হবে না। বিএনপিকেও এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সমাবেশের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার জনসভার সবার সামনে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।