অনেক বছর পর দেশ একটি রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছে: প্রেস সচিব


অনেক বছর পর দেশ একটি রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছে: প্রেস সচিব

এক দশকের বেশি সময় পর বাংলাদেশে হতে যাচ্ছে একটি ‘প্রকৃত ও প্রতিযোগিতাপূর্ণ’ জাতীয় নির্বাচন; এমনটাই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে কোনো জটিলতা বা সংশয় আর অবশিষ্ট নেই বলে জানান শফিকুল আলম। তার মতে, “অনেক বছর পর দেশ একটি রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছে, যা অতীতের ফেইক ইলেকশন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে এবং এটি ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।”

তিনি বলেন, গত ১৬ বছরে প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বাধীন আমলে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো ছিল ‘নকল ও প্রহসনের’। এবার সেই চিত্র বদলাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রেস সচিব জানান, নির্বাচনী পরিবেশ ইতোমধ্যে তৈরি হতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, “দুই-তিন সপ্তাহের মধ্যে যখন সব রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করবে, তখন নির্বাচনী আমেজ পূর্ণ মাত্রায় জমে উঠবে।”

নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, চলতি জুলাই মাসেই ‘সনদ’ নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। ১৫ অক্টোবর এই সনদে সব দলের স্বাক্ষর করার কথা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলের পথে রয়েছেন এবং তাঁর অবস্থার প্রতি সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তাকে মুক্ত করতে সহায়তা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

দেশজুড়ে নির্মিত মডেল মসজিদগুলো নিয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, ‘ইসলামপন্থী ভাবমূর্তি’কে পুঁজি করে তৎকালীন সরকার ব্যাপক দুর্নীতি ও জনগণের অর্থের অপব্যবহার করেছে। তার দাবি, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে এক বিলিয়ন ডলার পর্যন্ত সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে।

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ওই মন্ত্রী দুর্নীতি করে লন্ডনে শত শত বাড়ি কিনেছেন।”

এই মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×