গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি


গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি

ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গাজার সাধারণ মানুষের জন্য ৩৪ মিলিয়ন ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে জার্মানি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌জ জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ হিসেবে তার দেশ ২৯ মিলিয়ন ইউরো, যা প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, সরবরাহ করবে। এই সহায়তা সরাসরি গাজার পুনরুদ্ধার ও মানবিক চাহিদা পূরণে ব্যয় হবে।

এক্স-এ দেওয়া এক পোস্টে চ্যান্সেলর মের্‌জ বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’

তিনি আরও জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে।

গাজায় চলমান সংকট এবং যুদ্ধবিরতির পর দ্রুততম সময়ের মধ্যে এ ধরনের সহায়তা ঘোষণা জার্মানির মানবিক প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×