শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন


শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার অর্জনের পর ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার, ১০ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস এ শুভেচ্ছা বার্তা জানান।

বিবৃতিতে ইউনূস বলেন, “ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য তার সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে নির্যাতনের মুখে থেকেও মাচাদো যে সাহসিকতা ও অটুট সংকল্পের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। দেশের মানুষের জন্য একটি ন্যায্য ও স্বাধীন ভবিষ্যৎ গড়ার পথে তিনি কখনো পিছু হটেননি।

নোবেল কমিটির বক্তব্য তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “গণতন্ত্র নির্ভর করে এমন লোকদের উপর, যারা চুপ থাকতে অস্বীকার করে, গুরুতর ঝুঁকি সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস করে। তারা আমাদের মনে করিয়ে দেয়- স্বাধীনতাকে কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং সর্বদা সাহস এবং দৃঢ় সংকল্প নিয়ে রক্ষা করা উচিত।”

তিনি আরও বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক পৃথিবীর স্বপ্ন দেখার সাহস রেখেছেন মাচাদো এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কখনোই ক্লান্ত হননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×