নোবেল প্রসঙ্গে হোয়াইট হাউজ

‘শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে নোবেল কমিটি’


‘শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে নোবেল কমিটি’

নোবেল কমিটি যখন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সেই রায় নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কারের জন্য উপেক্ষা করায় কমিটির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে তারা।

হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়ং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়।’

চিয়ং আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি করতে, যুদ্ধ শেষ করতে এবং জীবন বাঁচাতে কাজ চালিয়ে যাবেন। তার হৃদয় মানবতার জন্য নিবেদিত এবং তার মতো আর কেউ নেই; যিনি নিজের ইচ্ছাশক্তি দিয়ে পাহাড় সরিয়ে দিতে পারেন।’

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প বারবার দাবি করছেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহু সংঘাত নিরসনে অবদান রেখেছেন এবং তাই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই দাবিকে অতিরঞ্জিত মনে করেন।

নোবেল ঘোষণার আগের দিন, ট্রাম্প গাজার চলমান সংঘাতের বিষয়ে কথা বলেন। তিনি জানান, এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি অষ্টম যুদ্ধের অবসান ঘটিয়েছেন।

তবে সঙ্গে এটাও যোগ করেন, ‘ওরা যা-ই করুক, তাতে আমার আপত্তি নেই। আমি জানি আমি এটা নোবেলের জন্য করিনি, করেছি কারণ এতে অনেক মানুষের প্রাণ বেঁচেছে।’

অসলোতে অবস্থানরত নোবেল বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিগত অবস্থান শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদানের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। তারা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নোবেলের জন্য ট্রাম্পের নাম বিবেচনার কোনো বাস্তব সম্ভাবনা নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×