গাজার পথে রওনা হয়েছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫

গাজা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণার পর গাজার পথে রওনা হয়েছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক, যা পার হয়েছে মিশরীয় সীমান্ত।
বৃহস্পতিবার, ১০ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছে মিশরের রেড ক্রিসেন্ট, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মিশরের দুটি মানবিক সহায়তাকারী সংস্থার সূত্র জানায়, “গাজা উপত্যকার জন্য ১৫৩টি ত্রাণবাহী ট্রাক রাফা ক্রসিংয়ের বাইপাস সড়ক হয়ে কেরেম শালোম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।”
এসব ট্রাকের মধ্যে ৮০টি ছিল জাতিসংঘের ব্যবস্থাপনায়, ২১টি কাতারের সহায়তা বহন করছিল এবং ১৭টি ছিল মিশরের রেড ক্রিসেন্টের অধীনে।