টঙ্গীতে ঝুটের গুদামে আগুন


টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোডের নাসিমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুদামে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা চিৎকার শুরু করেন এবং স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।” তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×