গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরুর আগে ইসরায়েলকে যেসব শর্ত দিচ্ছে হামাস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:১১ এম, ০৬ অক্টোবর ২০২৫

গাজা উপত্যকায় জঙ্গিপূর্ণ পরিস্থিতি অচিরেই এক গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে; সোমবার (৬ অক্টোবর) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।
সৌদি আরবের টিভি চ্যানেল আশরাক টিভি সূত্রে রোববার (৫ অক্টোবর) জানা গেছে, আলোচনার সূচনার আগে হামাস একাধিক শর্ত দিয়েছে। ওই শর্তগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি ও গত জানুয়ারির যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনারা যেখানে অবস্থান করেছিল সেখানে প্রত্যাবর্তন - যার অর্থ গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরে আসবে। এছাড়া আলোচনার সময়ে প্রতিদিন গাজার ওপর ইসরায়েলের বিমান ও গোয়েন্দি ড্রোন উড়ানো ১০ ঘণ্টা বন্ধ রাখতে হবে এবং জিম্মিদের মুক্তির যে দিনগুলো হবে সেসব দিনে এই সময়সীমা ১২ ঘণ্টায় বাড়ানো হবে।
এক সূত্র জানায়, আলোচনা চলাকালীন এসব শর্ত মানতেই হবে এবং আপাতত মনে করা হচ্ছে যে যুদ্ধবিরতির আলোচনাটি কয়েক দিন থেকে এমনকি এক সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
ফিলিস্তিনি একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার সময়, হামাস জানিয়েছে, জিম্মিদের খুঁজে বের করার জন্য এসব শর্ত ইসরায়েলকে মানতে হবে। তাদের বিমান, গোয়েন্দা ড্রোন উড়ানো বন্ধ রাখতে হবে। সঙ্গে গাজা সিটি থেকে সরে যেতে হবে। যদি ইসরায়েল হামলা ও উড়োজাহাজ উড়ানো বন্ধ রাখে তাহলে হামাসও পাল্টা হামলা বন্ধ রাখবে।"
গত যুদ্ধবিরতিতে দখলদার ইসরায়েল ফাতাহ ও হামাসের প্রায় ৫০ জন শীর্ষ নেতাকে মুক্তি দিতে অস্বীকার করেছিল। ওই তালিকায় আছেন মারওয়ান বারঘোতি, আহমেদ সাদাত, ইব্রাহিম হামেদ, হাসান সালেমেহ এবং আব্বাস সায়েদ। হামাস মনে করে এবারের যুদ্ধবিরতিতে এই নেতাদের মুক্তি নিশ্চিত করা আবশ্যক এবং তাদের বক্তব্য, ‘তাদের মুক্ত করার জন্য হামাসের কাছে এটিই শেষ সুযোগ’।