আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩০ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

সাভারের আশুলিয়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কের জামগড়া এলাকায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।
কারখানার শ্রমিকরা জানান, দুপুরের দিকে দ্বিতীয় তলা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্রুত গেট খুলে দেয়, ফলে ভেতরে থাকা প্রায় ৪ হাজার ১০০ শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর দুপুর ১২টা ১৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবোর তিনটি এবং অন্যান্য ইউনিট মিলিয়ে মোট নয়টি ইউনিট উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে।
জিরাবো ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন, “আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনের তীব্রতা শুরুতে অনেক বেশি ছিল, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের জোন–৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, “আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।”
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হবে।