ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে ৫০ জনের প্রাণহানি, আহত শতাধিক


ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে ৫০ জনের প্রাণহানি, আহত শতাধিক

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভয়াবহ এক ভবনধসে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার দুপুরে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০৪ জনকে। এছাড়া এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বলেন, “উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের প্রায় ৬০ শতাংশ অংশ পরিষ্কার করেছেন। তবে স্কুলটির পাশে থাকা আরেকটি ভবনও ধসে পড়েছে, ফলে দুই ভবনের ধ্বংসাবশেষ একাকার হয়ে গেছে।” তিনি আরও জানান, নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনের বাসিন্দা।

ইন্দোনেশিয়ার আরেকটি সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজারস (বিএনপিবি)-এর দুর্যোগ তথ্য ও যোগাযোগ কেন্দ্রের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মৃতদেহ এবং ১০৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় দুপুরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের মূল ভবন এবং তার পাশের আরেকটি ভবন হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ভবনটিতে কয়েক শ’ কিশোর শিক্ষার্থী উপস্থিত ছিল। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী এবং স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×