যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ


যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

যুক্তরাজ্য শাখার যুবলীগের নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়ছর আহমদ সিলেটের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

ওই পরোয়ানার ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল রাত সাড়ে ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর কয়ছর আহমদকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কয়ছর আহমদের আইনজীবী অ্যাডভোকেট তাজ উদ্দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×