যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প
দরকষাকষি চলছে, আরও সময় লাগবে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:২৪ এম, ০৬ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে চলমান আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমরা যখন কথা বলছি, ঠিক সেই সময় তারা আলোচনা করছে। দরকষাকষি চলছে—এতে কয়েক দিন সময় লাগবে।”
তিনি আরও যোগ করেন, “আমি শুনেছি আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে; এর পরিণতি কী হবে, তা আমরা দেখব।”
খবরে জানা গেছে, ট্রাম্পের ২০ দফা মধ্যপ্রাচ্য পরিকল্পনা অনুসারে শার্ম এল-শেইখে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এ পরিকল্পনায় মূলত তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে— যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজায় অস্থায়ী প্রশাসন গঠন।
এদিকে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হলে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জিম্মিদের মুক্তি হামলার মধ্যে সম্ভব নয়; তাই হামলা বন্ধ করা ছাড়া পথ নেই।”
অন্যদিকে, গাজায় সামরিক অভিযান বন্ধের প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত এক শব্দ— “হ্যাঁ।” নেতানিয়াহু জানান, তিনি আশাবাদী যে অচিরেই কিছু জিম্মি মুক্তি পাবে এবং প্রথম ধাপের চুক্তি কয়েক দিনের মধ্যেই বাস্তবায়িত হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথম পর্যায়ে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকর হলে মানবিক সংকট কিছুটা প্রশমিত হবে। তবে হামাসের নিরস্ত্রীকরণ, গাজায় অস্থায়ী প্রশাসন প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও জটিল ও সময়সাপেক্ষ আলোচনা প্রয়োজন হবে।
ট্রাম্প নিজেও সাংবাদিকদের জানিয়েছেন, তিনি দ্রুত সিদ্ধান্ত চান, কিন্তু “প্রতিটি পক্ষের কৌশলগত অবস্থান ও দরকষাকষি আলোচনার মেয়াদ দীর্ঘায়িত করতে পারে” বলেও সতর্ক করেছেন।