খুব শিগগির দেশে ফিরবেন তারেক রহমান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:১১ এম, ০৬ অক্টোবর ২০২৫

খবরের লিড: দেশে ফেরার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, “ইনশাআল্লাহ, খুব শিগগির দেশে ফিরব।”
বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “কিছু সংগত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি, তবে সময় এসে গেছে।” সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
নির্বাচনের আগে দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিকভাবে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। যেখানে একটি গণপ্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় জনগণের সঙ্গে থাকব—এটি আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ।”
জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেছেন, “আমি নিজেকে কখনো মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। জুলাই আন্দোলনটি সফল হলেও এর প্রেক্ষাপট বহু বছর আগে থেকে তৈরি হয়েছে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী, মাদ্রাসাছাত্র, গৃহিনী, কৃষক, শ্রমিক, সিএনজিচালক, দোকানমালিক ও গার্মেন্টস কর্মীসহ নানা শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছেন। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও নির্যাতিত সাংবাদিকরাও এতে যুক্ত ছিলেন।”
তারেক রহমান জোর দিয়ে বলেন, “এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা এই আন্দোলনের মাস্টারমাইন্ড। কোনো দল বা ব্যক্তি নয়।”