স্ত্রীকে হত্যার পর দাফনের সময় স্বামী গ্রেপ্তার


স্ত্রীকে হত্যার পর দাফনের সময় স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে স্বামী আরব আলী (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডটি ঘটেছে উপজেলার চর জাজুরিয়া গ্রামে, যেখানে নিহত আরজিনা (৩০)-কে জানাজা শেষে দাফনের সময় স্বামীকে আটক করা হয়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রায় ১৩ বছর আগে আরব আলী আরজিনাকে বিয়ে করেছিলেন। দুই বছর আগে তিনি একই এলাকার স্বপ্না নামের নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে আরব আলী ও আরজিনার মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

পুলিশ জানায়, তিন মাস আগে আরব আলী দ্বিতীয় স্ত্রীকে দামের বিনিময়ে ডিভোর্স দেন। ওই টাকা আরজিনার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়। এরপরও স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলতে থাকে।

শনিবার (৪ অক্টোবর) রাতের এক ঝগড়ার সময় আরব আলী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পরিবারের লোকদের জানান যে, আরজিনা ‘স্ট্রোক’ করেছেন। এমনকি পরিবারের উপস্থিতিতে তিনি লাশের মাথায় পানি ঢেলে মৃত্যু নাটক সাজানোর চেষ্টা করেছিলেন।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলাকালে পুলিশ খবর পেয়ে কবরস্থানে পৌঁছে দাফন বন্ধ করে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানান ওসি। এ ঘটনায় নিহতের চাচা বাদশা মিয়া বাদী হয়ে স্বামী আরব আলীসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×