আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫৪ এম, ০৬ অক্টোবর ২০২৫

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করছে। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দুই ধাপে অনুষ্ঠিত হবে এই সংলাপ। রোববার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিভি মিডিয়া অংশগ্রহণ করবে। এরপর দুপুর আড়াইটা থেকে পত্রিকা ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুই পর্বে মোট প্রায় ৪০ জন গণমাধ্যম প্রতিনিধি অংশ নেবেন।
সংলাপের সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ইসির ইউটিউব চ্যানেল @BangladeshECS এবং অফিসিয়াল ফেসবুক পেজ Bangladesh Election Commission Secretariat-এ।
এর আগে, ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু হয়। ওই দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী ৭ অক্টোবর নারীনেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। পরে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত বাস্তবায়ন করা হবে।