যুক্তরাষ্ট্রের মিশিগানে চার্চে বন্দুক হামলায় নিহত ১


যুক্তরাষ্ট্রের মিশিগানে চার্চে বন্দুক হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি চার্চে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবিসির তথ্য অনুযায়ী, রবিবার সকালে ডেট্রয়েট থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটারডে সেইন্টসে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, “এখানে একাধিক ভুক্তভোগী আছেন এবং হামলাকারীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।” তবে সন্দেহভাজনের পরিচয় বা হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশ বিভাগ বলেছে, জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, চার্চে ভয়াবহ গুলি ও অগ্নিকাণ্ড নিয়ে তিনি ব্রিফিং পেয়েছেন। তিনি জানান, এফবিআই ও মদ-তামাক-অস্ত্র-বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) এজেন্টরা ঘটনাস্থলের পথে রয়েছেন।

তিনি বলেন, “উপাসনালয়ে এমন সহিংসতা হৃদয়বিদারক ও শিহরণ জাগানো। এই ভয়াবহ ট্র্যাজেডির শিকারদের জন্য প্রার্থনা করুন।”

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, ফেডারেল এজেন্টরা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে যাচ্ছেন।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, “যেকোনো জায়গায় সহিংসতা অগ্রহণযোগ্য, বিশেষ করে উপাসনালয়ে।” তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×