চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে বহুতল ভবনে আগুন


চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস সড়কে বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে পাশের বহুতল ভবনটি দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাকলিয়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের পাশে থাকা ট্রান্সফরমারটি আচমকা বিস্ফোরিত হয়, যা সংলগ্ন ভবনে আগুন ছড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার করতে শুরু করলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, “আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বহুতল ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।”

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×