জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা জয়শঙ্করের


জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা জয়শঙ্করের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, “বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।”

তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিয়ে দাবি করেন, গত কয়েক দশক ধরে ভারতে সংঘটিত বহু জঙ্গি হামলার পেছনে দেশটির হাত রয়েছে।

জয়শঙ্কর বলেন, “ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।”

পাকিস্তানে চালানো সামরিক অভিযান সিঁদুর প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, “ভারত তার জনগণকে রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। পাশাপাশি যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করেছে।”

আন্তর্জাতিক মহলকে সতর্ক করে তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা আঘাত করছে।”

সূত্র: এনডিটিভি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×