সালমান শাহ হত্যা মামলায় ১১ আসামি, ইমিগ্রেশনে নাম পাঠালো পুলিশ


সালমান শাহ হত্যা মামলায় ১১ আসামি, ইমিগ্রেশনে নাম পাঠালো পুলিশ

চলচ্চিত্রে কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর, তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের দেশত্যাগ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

ওসি গোলাম ফারুক জানান, “আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত করা হয়েছে এবং আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলা রুজুর পরই তদন্ত শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “মামলার আসামিদের অবস্থান খুঁজে বের করা হচ্ছে। কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্ত ও মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশ ছাড়তে না পারে, সেজন্য তাদের নাম ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।”

ওসি নিশ্চিত করেন, “মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

মামলা দায়েরের ঘটনাটি ঘটে ২১ অক্টোবর রাতের পর। বাদী হিসেবে ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এজাহারে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কিছুজনের। মোট ১১ জনকে এজাহারভুক্ত করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সালমান শাহের দেহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ ২৯ বছর ধরে মামলা অপমৃত্যু হিসেবে তদন্তাধীন ছিল। পরে পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে বলেছিল, তিনি আত্মহত্যা করেছেন।

তবে শাহর মা নীলা চৌধুরী প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানিয়ে আসেন এবং দাবি করেন, তার ছেলে সুপারিশকৃতভাবে হত্যা করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×