এক সপ্তাহে ইউক্রেনে নতুন ১০ এলাকা দখল করল রুশ বাহিনী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
রুশ সেনারা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের আরও ১০টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ে দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে এই নতুন এলাকাগুলো দখল করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, একই সময়ে রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদকেন্দ্র ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের দাবি, গত সপ্তাহে ইউক্রেনীয় সেনারা একাধিকবার রুশ অবস্থানে বিমান হামলার চেষ্টা চালালেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে।
রাশিয়ার তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত লড়াইয়ে ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।
সূত্র: আনাদোলু এজেন্সি