ল্যাটিন আমেরিকায় বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র


ল্যাটিন আমেরিকায় বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ল্যাটিন আমেরিকা অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করতে যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরীসহ পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ দেশটির আঞ্চলিক প্রভাব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে এবং ভেনেজুয়েলাকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের গুঞ্জন আরও তীব্র করেছে।

শুক্রবার, ২৪ অক্টোবর, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানান যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা পাঁচটি ডেস্ট্রয়ারকে ল্যাটিন আমেরিকার উদ্দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, “ইউএসসাউথকম এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি আমাদের সক্ষমতা বাড়াবে অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে।”

যদিও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে মাদক চোরাচালান দমনের অংশ হিসেবে তুলে ধরছে, বিশ্লেষকদের মতে, এটি মূলত সামরিক শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা। তারা মনে করছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রতি ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে, আর এই মোতায়েন সেই নীতিরই ধারাবাহিকতা।

বর্তমানে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রায় ছয় হাজার নৌসেনা ও মেরিন সদস্য আটটি যুদ্ধজাহাজে মোতায়েন রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড, আরও পাঁচটি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত চার হাজার পাঁচশ সামরিক সদস্য।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-কে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছেন। তিনি আরও ইঙ্গিত দেন, দেশটিতে শিগগিরই সামরিক অভিযান শুরু হতে পারে। বর্তমানে ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে অবস্থান করছে, তবে এটি ল্যাটিন আমেরিকায় কবে পৌঁছাবে তা এখনো নির্ধারিত নয়।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×