২৪ ঘণ্টায় ৬৫৯ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কোনও মৃত্যু ঘটেনি।
শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকা ছাড়া ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ৩১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৬১ হাজার ৩৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৪ হাজার ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
এই তথ্য থেকে স্পষ্ট, ডেঙ্গুর সংক্রমণ এখনও ব্যাপক, তবে সাম্প্রতিক সময়ে মৃত্যু হ্রাস পাওয়া নিশ্চয়ই একটি ইতিবাচক দিক।