বই ব্যবসায়ীদের সহায়তা চাইলেন বাপুস নেতা, সরকারিভাবে ভর্তুকি দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
ঢাকার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ঢাকা শাখার ৪২তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা বই ব্যবসায়ীদের টিকে থাকার জন্য সরকারের ভর্তুকি ও নীতি সহায়তার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, কাগজ ও প্রিন্টিং খরচ বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে প্রকাশক ও বিক্রেতারা তাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ব্যবসা টিকিয়ে রাখতে কঠিন সংগ্রাম করছেন। তারা সরকারকে অনুরোধ করেন, সৃজনশীল বাংলা বই প্রকাশকে সমর্থন হিসেবে ভর্তুকি প্রদান করা হোক, কারণ এটি কেবল ব্যবসা নয়, সমাজসেবা মূলক কাজও।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের পাঠাভ্যাস পরিবর্তন করছে। তারপরও বই পাঠ জ্ঞানার্জনের শক্তিশালী মাধ্যম হিসেবে টিকে থাকবে। আর এজন্য দরকার ভালো বই।” তিনি আরও যোগ করেন, বিশ্বে প্রায় ২০০টি ভাষায় সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, এবং বাঙালি ভাষার অবস্থানকে শক্তিশালী করতে ভালো বই প্রকাশ অপরিহার্য।
সভায় মূল বক্তা, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল আজিজ বলেন, বই বিক্রি বাড়াতে বাংলা একাডেমির স্টল নামমাত্র মূল্যে প্রদান করা উচিত, যাতে ছোট প্রকাশকরাও বই প্রকাশ করতে পারে। এছাড়াও, তিনি প্রকাশকদের আহ্বান জানান, সারা দেশের জেলা ও উপজেলার সরকারি বাংলো বা প্রতিষ্ঠানের আঙিনায় বিনা ভাড়ায় বইমেলার আয়োজনের উদ্যোগ নেয়া হোক। ড. আজিজের মতে, যত বেশি বইমেলা হবে, মানুষের মধ্যে বই সম্পর্কে পরিচিতি বৃদ্ধি পাবে, নতুন পাঠক তৈরি হবে এবং বিক্রি বাড়বে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, মুহাম্মদ সাজেদুল ইসলাম, মো. আলমগীর, কাজী শাহ আলম, শেখ আজিজুল ইসলাম ও মোহাম্মদ আবু সাঈদ।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. নেছার উদ্দিন হাওলাদার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. লুৎফর রহমান ও মাহমুদ হাসান বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালকবৃন্দ, রাজধানী শাখার কোষাধ্যক্ষ শ্রী শিপন চন্দ্র পাল, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং থানা শাখাগুলোর সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তাগণ।