ভারত আমাদের জবাব সবসময় মনে রাখবে: শেহবাজ শরীফ


ভারত আমাদের জবাব সবসময় মনে রাখবে: শেহবাজ শরীফ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত পাকিস্তানের ভূখণ্ডে ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাকিস্তান পাল্টা আঘাত হানে, যা ভারত কোনোদিন ভুলতে পারবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বক্তব্য রাখেন শেহবাজ।

তিনি জানান, গত এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। তবে ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়।

শেহবাজ অভিযোগ করেন, ভারত রাজনৈতিক খেলা খেলছে এবং হিন্দুত্ববাদ কেবল পাকিস্তানের নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান তাদের সাতটি বিমান ভূপাতিত করেছে। ভারত আমাদের এ জবাব কোনোদিন ভুলবে না।

এছাড়া তিনি সতর্ক করে দেন, সিন্ধু নদ চুক্তি ভঙ্গকে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে।

শেহবাজ জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত যখন চরমে পৌঁছায়, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেন এবং যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। এজন্য কৃতজ্ঞতা স্বরূপ ট্রাম্পকে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। পাশাপাশি সেই সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানো দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি।

তার ভাষণে শেহবাজ আরও ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে দুর্যোগ দেশটিতে নেমে আসছে, তা বৈশ্বিকভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×