মোদিজি বিহারে বাংলাদেশি নেই, দিল্লিতে আপনার এক বোন আছে


মোদিজি বিহারে বাংলাদেশি নেই, দিল্লিতে আপনার এক বোন আছে

নির্বাচন যত এগোচ্ছে, বিহারে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে রাজনীতিকদের বাগযুদ্ধ তীব্র হচ্ছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি অবৈধ বাংলাদেশি অভিবাসীর উপস্থিতি নিয়ে অভিযোগ করে আসছে।

এর জবাবে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে দেন।

গত সপ্তাহে পূর্ণিয়ার এক নির্বাচনি সমাবেশে বিজেপি বিরোধী কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে রাজ্যে অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিক্রিয়া জানিয়ে আসাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেন, বিহারে, বিশেষ করে সীমান্ত এলাকার কোনও বাংলাদেশি নেই। মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। কিন্তু আপনার বাংলাদেশি এক বোন দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমান্তে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে দিয়ে দেবো।

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে বসবাস করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×